মেহেরপুরে গুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারিদের দুপক্ষে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। নিহতের নাম ফজলুল হক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।বুধবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ঈদ গা মাঠের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অজয় কুমার জানান, বুধবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ঈদ গা মাঠের পাশে গোলাগুলির শব্দ শুনে পুলিশের দুটি দল ঘটনাস্থলে গেল কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে সেখানে কাজিপুর গ্রামের ফজলুল হকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া ওই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি সার্টার গান ও এক কেজি গাঁজা। নিহতের বিরুদ্ধে গাংনী থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।