রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নবি হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদকের ডিলার বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম নবি হোসেন।বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত নবি হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পাঁচটি মাদকের মামলাসহ একধিক মামলা রয়েছে বলে দাবি করছে পুলিশ।
র্যাবের বরাত দিয়ে মেডিকেল প্রতিবেদক জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ থেকে আসার পথে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের বেড়িবাঁধ এলাকায় র্যাবের একটি তল্লাশি চৌকিতে নবি ও তার সহযোগীদের থামতে বললে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্ট গুলি ছুঁড়লে নবি গুরুতর আহত হয়। সকাল সাতটার দিকে র্যাবের উপ সহকারী পরিচালক আজাদ নবি হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিহতের বুকে নয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, নিহত নবি হোসেন ইয়াবার একজন বড় ডিলার। তিনি টেকনাফ থেকে বড় ধরনের একটি চালান নিয়ে ঢাকায় আসছেন এমন খবর পেয়ে আমরা তাকে ধরতে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।