কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেল সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে পাঁচ লক্ষ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড নিজাপুর স্টেশন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে ৪৫ কি.মি. গভীর বঙ্গোপসাগর থেকে দুটি ইজ্ঞিন চালিত মাছ ধরা ট্রলারসহ এদের আটক করা হয়। এসময় কারবারিদের হাতে জিম্মি ১৩ জেলেকেও উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। আটককৃতরা উপজেলার চাকামইয়া ইউনিয়নের মোবারক শিকদারের পুত্র মোশারেফ হোসেন এবং মহিপুরের মৃত, সোহরাব শিকদারের পুত্র টিপু শিকদার।
কোস্টগার্ড জানায়, রবিবার টেকনাফ থেকে আটক মোশারেফের মালিকাধীন এফবি মাসুম নামের ইজ্ঞিন চালিত মাছ ধরা ট্রলার উদ্বারকৃত ইয়াবা নিয়ে টিপুসহ মহিপুরের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে ট্রলারের ইজ্ঞিন নস্ট হলে পাচাকারী চক্রের সদস্য এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আল-আমিন, সোহরাব, জহির, বেল্লাল এবং নিজাম তাদের উদ্বারে যায়। এসময় পাচারকারীরা মাছ ধরা অন্য আর একটি ট্রলারের ১৩ জেলেকে জিম্মি করে ইয়াবা পাচারের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে কোস্টগার্ড পায়রা বন্দর, নিজামপুর ও ভোলা কন্টিজেন্স যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আল-আমিনসহ সোহরাব, জহির, বেল্লাল এবং নিজাম পালিয়ে যায়। পালিয়ে যাওয়া সকলের বাড়ী মহিপুর থানার সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানায় কোস্টগার্ড।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।