
প্রকাশ: ৯ এপ্রিল ২০১৯, ১:২১

বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের প্রায়ত ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন স্মৃতি টি-টেন ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া অলস্টার ক্রিকেট দলের উদ্যেগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলায় পশ্চিম সুজনকাঠী একাদশ ও হাওলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। দশ ওভারের খেলায় প্রথমে পশ্চিম সুজনকাঠী একাদশ ১১৭ রান করে পরে হাওলা একাদশ ১০০রান করে।
১৭রানে হাওলা একাদশকে পরাজিত করে পশ্চিম সুজনকাঠী একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে টিভি পুরুস্কার বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সবুজ আকন, যুবলীগ নেতা ফাইজুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল খলিফা, প্রায়ত ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের ছেলে লোহিত তালুকদার।
খেলার সময় উপস্থিত ছিলেন বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ রনজিত কুমার বাড়ৈ, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ,প্রেসক্লাব সাধারন সম্পাদক তপন বসু প্রমূখ। খেলা পরিচালনা করেন সৈকত মন্ডল দিপু ও মো:সাজ্জাদ ফকির। সোয়েব ইমতিয়াজ লিমন স্মৃতি টি-টেন ক্রিকেট টুনামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বাপ্পী হাওলাদার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব