দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে কলাপাড়ায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানদের কাছে সততা সংঘের সচেনতামুলক কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিমিনিময় সভা অনু্িষ্ঠত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভরপ্রাপ্ত) অনুপ দাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুদক পটুয়াখালী’র সহকারী পরিচালক মো.মোজাম্মেল হোসেন, কলাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.হুময়িুন কবির, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, অধ্যক্ষ মো.দেলওয়ার হোসেন, মো. আবু সাইদ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, মো.খলিলুর রহমান, মাদ্রাসার সুপার মো.ওসমান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.মনিরুজ্জামান খান। এসময় মোট ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানকে ২২০০ টাকা করে প্রদান করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।