তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ মশারী ও ইলিশজালসহ মাছের পোনা আটক করেছে। আটককৃত জাল আগুণে পুড়ে নষ্ট করে হয় এবং মাছ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোনায়েম হোসেন বলেন, মঙ্গলবার সকালে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চর লাদেন এলাকায় মশারী জাল পাতে অজ্ঞাত জেলেরা। পরে কোষ্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার মশারী জাল, ২ হাজার মিটার ইলিশ জাল ও প্রায় ২শ কেজি ইলিশের পোনা আটক করা হয়।
জাল পোড়ানের সময় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস বলেন, আটকৃতজাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে জনসম্মুখে আগুণে পুড়ে ধ্বংস করা হয় ও প্রায় ২শত কেজি ছোট মাছ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।