লালপুরে রাইস কুকারের ভিতরে গোখরো সাপ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৯ই এপ্রিল ২০১৯ ০৫:১১ অপরাহ্ন
লালপুরে রাইস কুকারের ভিতরে গোখরো সাপ!

শোবার ঘর ও রান্না ঘরের পরে এবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে রাইস কুকারের ভিতরে মিললো একটি গোখরো সাপের বাচ্চা। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বড় ময়না গ্রামের স্থানীয় ওয়ার্ড সদস্য হারুনর রশিদ তার ফুপাতো ভাই খন্দকার আবু জাফর সজলের বাসার ব্যবহৃত রাইস কুকার সার্ভিসিং করার জন্য ওয়ালিয়া বাজারে একটি ইলেকট্রিশিয়ানের দোকানে নিয়ে আসেন।

এসময় ইলেকট্রিশিয়ান রাইস কুকার টি সার্ভিসিং করার জন্য রাইস কুকারের নিচের অংশ খুলতেই একটি জিবিত বিষধর গোখরো সাপের বাচ্চা দেখতে পায়। পরে স্থানীয়রা বিষধর সাপটিকে মেরে ফেলে। এঘটনায় উৎসুক জনাতা ভীর জমায়। স্থানীয় ওয়ালিয়া বড় ময়না গ্রামের ওয়ার্ড সদস্য হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইনিউজ ৭১/এম.আর