
প্রকাশ: ৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৪

লাইফ সাপোর্টে থাকা অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাম্পন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মেডিকেল বোর্ড। গণমাধ্যমকে সেই বিষয়ে ব্রিফ করেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন। তিনি বলেন, 'নুসরাতকে এই মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সেই দেশের চিকিৎসকরা।' এর আগে সংকটাপন্ন অবস্থায় নুসরাতকে বিদেশে পাঠানো কঠিন, তবুও পরিবার যদি চায় এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বললে তাকে বিদেশে নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নুসরাতের চিকিৎসায় সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। চিকিৎসকরা জানান, তার শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তার বায়োক্যামিক্যাল প্যারামিটার্সগুলো যেমন- লিভার ফাংশন, হার্ট ফাংশনগুলো খারাপের দিকে গেছে। সেই সাথে তার শ্বাস কষ্টও হচ্ছে। গত শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষাকেন্দ্র থেকে ভবনের ছাদে ডেকে নিয়ে কয়েকজন সহপাঠি রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ইনিউজ ৭১/এম.আর