
প্রকাশ: ৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৩

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় কথিত বন্দুকযুদ্ধে লোকমান হোসেন জনি খুনের প্রধান আসামি মো. সাইফুল (২৮) নিহত হয়েছে। নিহত সাইফুল বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় ৫ নং ব্রিজ কবরস্থানের পাশে এ `বন্দুকযুদ্ধের`ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লোকমান হোসেন জনি হত্যা মামলায় আসামি সাইফুল ও জিয়া উদ্দিন বাবলুকে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী কল্পলোক আবাসিক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ইনিউজ ৭১/এম.আর