কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর কোনার পাড়া, ছোয়ানখালী, চেপটখালীসহ অন্তত ১০টি স্পটে অবৈধ বালি উত্তোলন কালে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালি উত্তোলনের সরঞ্জাম উদ্ধার করেছে উখিয়ার প্রশাসন।
এ সময় ১০০ গাড়ী মতো উত্তোলনকৃত বালি জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে ৮ এপ্রিল বিকাল তিনটার দিকে অভিযান চালানো হয়। তবে বালি উত্তোলনের সাথে স্থানীয় একটি চিহ্নিত প্রভাবশালী মহল জড়িত থাকলেও তাদের কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।
অভিযানকালে জালিয়াপালং ইউনিয়ন তসিলদার, আনসার সদস্যরা, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত বালি ও সরঞ্জাম ৮ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মুসার কাছে সাময়িক জমা রাখার জন্য নির্দেশ দেন এসিল্যান্ড।বালি খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।