ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধীর দাস (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলা ধরন্তী এলাকায় একটি গ্যারাজে এ ঘটনা ঘটে।উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের দৌলত পাড়া এলাকার অনীল দাসের ছেলে।
এলাকাবাসী জানান, সকালে অধীর মাছ ধরা শেষে রিকশা গ্যারাজ থেকে তার রিকশা আনতে যায়। পরে সে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইঁয়া মৃত্যুর সত্যতা স্বীকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।