শাহ আমানত বিমানবন্দরে ২২ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০১৯ ১২:৫৭ অপরাহ্ন
শাহ আমানত বিমানবন্দরে ২২ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আজ সোমবার ভোরে এ তল্লাশি চালানো হয়। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা ভোর ৬টা ০৭ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা আবুধাবি থেকে আসা বিমানের বিজি-১২৮ নম্বর ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় তারা বিমানের পরিত্যক্ত টয়লেটে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর