চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আজ সোমবার ভোরে এ তল্লাশি চালানো হয়। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা ভোর ৬টা ০৭ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা আবুধাবি থেকে আসা বিমানের বিজি-১২৮ নম্বর ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় তারা বিমানের পরিত্যক্ত টয়লেটে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।