শিক্ষামন্ত্রীর সাথে ননএমপিও শিক্ষকদের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০১৯ ১০:৫৮ পূর্বাহ্ন
শিক্ষামন্ত্রীর সাথে ননএমপিও শিক্ষকদের বৈঠক আজ

ননএমপিও শিক্ষক নেতাদের সাথে আজ সোমবার (৮ এপ্রিল) বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শীর্ষ কর্মকর্তারা। মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা আড়াইটায় এ বৈঠকে ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভুষণ রায়, সরদার শাহ আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ২০ মার্চ তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান। টানা অবস্থান কর্মসূচির এক পর্যায়ে গত রোববার (২৪ মার্চ) শিক্ষামন্ত্রীর আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বা এমপিওভুক্তির সুস্পষ্ট ঘোষণা না পেলে এমপিওর দাবিতে ফের আন্দোলনে নামবেন বলে তিনি জানিয়েছিলেন।

ইনিউজ ৭১/এম.আর