‘মহানবিকে কটূক্তি করায়’ মাওলানা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৭ই এপ্রিল ২০১৯ ০৯:০৯ অপরাহ্ন
‘মহানবিকে কটূক্তি করায়’ মাওলানা আটক

বয়ানে মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে মাওলানা হাবিবুর রহমান রিজভীকে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান রিজভীর বয়ানের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দিলে কটিয়াদী থানায় নিয়ে আসে পুলিশ। রবিবার বিকালে কটিয়াদী পৌর-সদরের গেঞ্জিপট্টি মার্কেট থেকে তাকে আটক করা হয়। হাবিবুর রহমান রিজভী কটিয়াদী পৌর সদরের বেইথর গোয়াতলা গ্রামের মৃত রবি উল্লাহর ছেলে।

এলাকার মুসল্লিরা জানান, ‘গত বৃহস্পতিবার হাবিবুর রহমান ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে বাজে মন্তব্য করে বয়ান করেন।’ এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘হাবিবুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে কটিয়াদী থানা হেফাজতে রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’

ইনিউজ ৭১/এম.আর