বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়ক নির্মান কাজের মালামাল চুরির অভিযোগে ঠিকাদারের নিয়োগ করা নাইটগার্ড ও ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। চোরাই মালামাল উদ্ধার। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, বরিশালের ঠিকাদার এম খান গ্রুপের চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের উপজেলার ছবিখারপাড় গীর্জা এলাকা থেকে রড, মিসেন্টসহ নির্মান সামগ্রী শুক্রবার রাতে চুরি হয়। ওই চোরাই মালামাল পয়সারহাট এলাকায় বিক্রির সময় স্থানীয় লোকজন দুই জনকে আটক করে।
আটককৃতরা হলো ঠিকাদারী প্রতিষ্ঠান এম খান গ্রুপের নিয়োগকৃত নাইটগার্ড নলছিটি থানার সূর্যপাশা গ্রামের মৃত খালেক খানের ছেলে মো. জসীম হাওলাদার (৩৫) ও ড্রাইভার পটুয়াখালীর মহিপুর থানার মহিপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আলতাফ হোসেন (৫৫)। এঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার তুষার চন্দ্র দে বাদী হয়ে শনিবার বিকেলে থানায় মামলা দায়ের করেন, নং-৫ (৬.৪.১৯)। পুলিশ আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।