
প্রকাশ: ৭ এপ্রিল ২০১৯, ২২:১৩

জনগণের জন্য আরো সহজলভ্য ও গ্রহণযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষে এক বাণীতে তিনি এ আহবান জানান। আজ রোববার নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। বিশ্বব্যাপী মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইনিউজ ৭১/এম.আর