
প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ২৩:২৭

মাদারীপুরের কালকিনিতে মোঃ দবির সরদার-(২৪) ও লেলিন সরদার-(২৫) নামের ২জন পালাতক আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। তাদের বিরুদ্ধে কালকিনি থানায় বিস্ফোরকের মামলা রয়েছে। আজ শনিবার ভোর রাতে লক্ষীপুর এলাকার নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দবির সরদার লক্ষীপুর গ্রামের ফজলে সরদারের ছেলে ও লেলিন সরদার একেই গ্রামের মেনাজদ্দিন সরদারের ছেলে।
তাদের বিরুদ্ধে ওই এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ জসিম উদ্দিন বলেন, আসামী দবির ও লেলিনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে। তাই তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব