আশুলিয়ায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৬ই এপ্রিল ২০১৯ ০৫:২৫ অপরাহ্ন
আশুলিয়ায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৩

শিল্পাঞ্চল আশুলিয়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে টাঙ্গাইলের মধুপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের সদস্য এক নারী সহ ৩ জনকে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোঃ জাবেদ মাসুদ  জানান, ১১দিন পূর্বে আশুলিয়ার কবিরপুর এলাকা হতে কৌশলে অপহরণ করা ব্যবসায়ী ইদ্রিস আলীকে। 

পরে গত ১ এপ্রিল ইদ্রিস আলীর পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর আশুলিয়া থানা পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল (শুক্রবার) রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে ব্যবসায়ী ইদ্রিস আলীকে উদ্ধার করে। এসময় অপহরণের অভিযোগে আটক করা হয় কুষ্টিয়ার খোকসা থানার ওসমানপুর গ্রামের জালাল শেখের ছেলে এনামুল,টাঙ্গাইলের শফিপুর দায়রাপুর গ্রামের মৃত সুর্য আলীর ছেলে রাজ্জাক ও গাজীপুর কাশিমপুর থানার হাতিমারা গ্রামের আব্দুল হকের মেয়ে মাজেদা নামে এক নারীসহ তিন অপহরণকারীকে। 

গত ২৫ শে মার্চ ৯জনের  অপহরন চক্র ইদ্রিস আলীকে তার  অপহরন করে এবং পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। তবে পুলিশ আরো জানিয়েছে, অপহরণকারী চক্রের মূল হোতা রাজু সহ আরো দুই জনকে আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব