চট্টগ্রামে চান্দগাঁও থানায় চাঁদা না দেওয়ায় বাবার সামনে ছেলে মো. আমজাদ হোসেনকে (২৬) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সমশেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করতে গেলে আমজাদের বাবা মো. আজম, প্রতিবেশী আবুল হাশেম জুয়েল, আরাফাত ও রিজভীসহ কয়েকজনকে পিটিয়ে জখম করা হয়। তবে এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আহত আমজাদের বন্ধু রায়হান বলেন, দীর্ঘদিন ধরে মিল্লাত, জালালসহ কয়েকজন সন্ত্রাসী আমজাদের পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তারা হামলা করেছে। আমজাদের বাবা আজম একজন ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে আমজাদ ও তার বাবা বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে চান্দগাঁও সমশেরপাড়া এলাকায় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। তারা আমজাদকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের কোপে তার হাঁটুর নিচের রগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তার পাশে থাকা বাবা আজম সন্ত্রাসীদের কবল থেকে ছেলেক বাঁচাতে গেলে তাকেও পেটানো হয়। পরে আবুল হাশেম জুয়েল, আরাফাত ও রিজভীসহ কয়েকজন প্রতিবেশী তাদের উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা করে সন্ত্রাসীরা। আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। আমজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ হোসেন বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত আমজাদ হোসেনকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।