বিশ্ব পানি দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: শুক্রবার ৫ই এপ্রিল ২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন
বিশ্ব পানি দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন

সারা বিশ্বে ২২ই মার্চ ২০১৯ “বি ত হবে না কেউ” এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মৌন মানববন্ধন  কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সংগঠন “টার্মাইট সোসাইটি”। “টার্মাইট সোসাইটি’র আন্তর্জাতিক সমন্বয়কারী মোহাম্মদ নাহিন রেজোয়ানের সভাপতিত্বে মৌন মানববন্ধনে একাত্মতা ও সমর্থন জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। 

এছাড়া একাত্বতা প্রকাশ করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ড, সি ডি পি, টি আই বি ও সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি দল। আরো একাত্বতা প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, উপকুলীয় দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ভূতত্ত¡ খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহ সকল শিক্ষক বৃন্দ। টার্মাইট সোসাইটি’র আজকের এ কর্মসূচিকে সহযোগীতা করেন সি ডি পি, ইকোসিস্টেম রিচার্স অব বাংলাদেশ ও বরিশালের ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ সংগঠন। মৌন মানববন্ধন কর্মসূচির এক প্রর্যায়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নাহিন রেজোয়ান বলেন, ইউএন গবেষনা থেকে বলা হয়েছে বিশ্বে বর্তমান সময়ে প্রায় ৪ বিলিয়ন মানুষ বছরে কমপক্ষে ১ মাস গুরুতর নিরাপদ পানির ঘাটতির শিকার হচ্ছে।

গবেষনায় প্রকাশ করেছেন এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে সমগ্র বিশ্বে ৭ মত মিলিয়ন মানুষ তীব্র নিরাপদ পানির ঘাটতির মুখামুখি হবে। তাই এধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আমাদের মত উন্নয়নশীল দেশে অতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাই পানির গুরুত্ব সম্পর্কে নিজে সচেতন হোন ও অপরকে সচেতন করার জন্য আহবান জানান বক্তারা। মানববন্ধন শেষে নিরাপদ পানি থেকে বি ত না হয় কেউ সে লক্ষে পানি দূষন রোধে প্লাস্টিক বজ্র সংগ্রহ ও জনসচেতনাতা মূলক  প্রচার পত্র নগরীতে সাধারন মানুষের মাঝে বিলি করা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব