“ভালবাসার ৫ম বর্ষ” এ শ্লোগান নিয়ে কেক কেটে বরিশালে বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি পালন করেছে বরিশাল ব্যুরো অফিস। আজ শুক্রবার বেলা ১২টায় সদররোডস্থ যমুনা টেলিভিশনের বরিশাল অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, যমুনা টেলিভিশন ইতিপূর্বে যেভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেছে আগামী দিনগুলিতে সেভাবেই সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে নিরলসভাবে কাজ করে ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি দেশের উন্নয়নের গতিধারার চাকা চালু রেখেছে সেই উন্নয়নের সংবাদগুলো যমুনা টেলিভিশন সহ সকল সংবাদ কর্মীরা আমাদের পাশে থেকে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার কাজে সহযোগীতা করার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা বরিশাল স্টাপফ রিপোর্টার হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক বরিশাল যুগান্তর ব্যুরো চীফ ও এনটিভি বরিশাল স্টাফ রিপোর্টার আখতার ফারুক শাহিন, আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, যমুনা টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান কাওসার হোসেন, বরিশাল দেশ টিভি ও ডেইলি স্টার প্রতিনিধি শুশান্ত ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাবেক সভাপতি এ্যাড. এস.এম. ইকবাল, সৈয়দ দুলাল,ব রিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান মধু, আরটিভি বরিশাল প্রতিনিধি আলি জসিম, বৈশাখী টিভি প্রতিনিধি মিথুন সাহা, মাইটিভি প্রতিনিধি পারভেজ রাসেল সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়া এবং বিভিন্নস্থরের গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বিশেষ অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ নেতৃবৃন্দরা কেক কেটে যমুনা টেলিভিশনের বর্ষপূতি পালন করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।