কাভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লার ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৫ই এপ্রিল ২০১৯ ০২:৩১ অপরাহ্ন
কাভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লার ভ্যানচালক নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই পথচারী আহত হয়েছেন।নিহত আলিম দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দিনা উপজেলার সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবিদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো. আবু হানিফ।বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি জানান, সকালে মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিমেন্ট বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুই পথচারী। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।