মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়ছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৫ই এপ্রিল ২০১৯ ০২:১৭ অপরাহ্ন
মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়ছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক মাস চিকিৎসা নেয়ার পর আজ হাসপাতাল ছাড়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। সিঙ্গাপুর সময় শুক্রবার বিকাল তিনটায় তাকে রিলিজ দেয়া হবে বলে হাসপাতাল সূত্র তাদের জানিয়েছে।হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না সেতুমন্ত্রীর। ফলোআপ চিকিৎসার জন্য তাকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকতে হবে। সেজন্য একটি বাসা ভাড়া নেয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে সেই বাসায় নেয়া হবে।শুক্রবার সকালে তোলা ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আবু নাছের। সেখানে সেতুমন্ত্রীর পাশে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপকে দেখা যাচ্ছে। ছবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও মুচকি হাসতে দেখা যাচ্ছে।

হাসপাতালে উপস্থিত ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ওবায়দুল কাদেরের হাসপাতাল ছাড়ার বিষয়ে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। কাগজপত্র প্রস্তুত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এলেই তিনি হাসপাতাল ছাড়বেন।গত ৩ মার্চ ভোরে নিজের বাসায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার্থে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালটির কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্তিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।