সুপ্রভাত বাসের মালিক গোপাল আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৫ই এপ্রিল ২০১৯ ১০:১৫ পূর্বাহ্ন
সুপ্রভাত বাসের মালিক গোপাল আটক

রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক গোপাল চন্দ্র কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে মুগদার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি সূত্র গোপালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৯ মার্চ সকালে নর্দ্দা এলাকায় প্রগতি সরণিতে সুপ্রভাত নামে বাসটির চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার নিহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আবরারের মৃত্যুর ঘটনায় গুলশান থানায় মামলা হয়। সেই মামলায় বাসটির মালিক গোপাল চন্দ্রকে আটক করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।সেদিনের দুর্ঘটনায় করা মামলার পর ২৬ মার্চ রাতে চাঁদপুরের শাহরাস্তি এলাকার একটি ইটভাটা থেকে বাসটির কন্ডাক্টার ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে মধ্যবাড্ডা থেকে বাসের হেলপার ইব্রাহিমকে গ্রেপ্তার করে ডিবি।