
প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ২০:৪৪

বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফির বার্ষিক অনুষ্ঠানে শহিদুল আলমের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এবার শহিদুল আলমসহ পাঁচজন এ পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে বিশ্বের আলোকচিত্র ও ভিউজুয়াল সংস্কৃতির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফির (আইসিপি) ৩৫তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের শিল্পকলা, বিনোদন, ফ্যাশন, আলোকচিত্র, ব্যবসা এবং দাতব্য প্রতিষ্ঠানের চার শতাধিক ব্যক্তি। অনুষ্ঠানে ফটোগ্রাফির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

ইনিউজ ৭১/এম.আর