
প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৫

ডাকসু ভিপি নুরুল হক নুরকে লাঞ্ছনা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অন্যায় করে কেউ পার পাবে না। যারা দোষী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বুধবার শিক্ষক লাউঞ্জে ডাকসু ভিপি নুরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান। ভিসি বলেন, ডাকসুর ভিপি নুরসহ তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের বলেছি- এখন কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে। যেকোনো দাবি-দাওয়া আদায়ে একটি দায়িত্বশীল জায়গা তৈরি হয়েছে। তিনি বলেন, যেকোনো বিষয়ে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যবস্থা নিতে হয়, আমরা সেটিই করেছি। এসএম হলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর