
প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ১৯:১

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এলাকার উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কখনও দেশে, কখনও দেশের বাইরে খেলা নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তাই বলে এমপি হিসেবে এলাকার উন্নয়নে নিজ দায়িত্ব ভুলে যাননি। এ কারণে শত ব্যস্ততার মধ্যেও ঠিকই নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে দৌড়ঝাঁপ করছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। দেখা করছেন মন্ত্রীর সঙ্গে। এ রকম একাধিক মন্ত্রীর সঙ্গে মাশরাফির দেখা করার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, মাশরাফি বিন মর্তুজা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর সঙ্গে সাক্ষাৎ করছেন। ফেসবুকে এমন ছবি পোস্ট করা হলে মাশরাফিকে অভিনন্দন জানান অনেকে। এ সময় মাশরাফির সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু। তিনি জানান, ‘এলজিইডি প্রতিমন্ত্রীর কাছে নড়াইলের ১৬০টি মাটির রাস্তা উন্নয়নের তালিকা দিয়েছেন মাশরাফি। ইতোমধ্যে ৭০টিকে পাকা করার অনুমোদন হয়েছে। এছাড়া এলজিইডি অফিসের অধীনে প্রায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা হচ্ছে।’


ইনিউজ ৭১/এম.আর