সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্লু বার্ড স্পেশাল স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার সকালে স্কুল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বারিধারার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে স্কুলের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্কুলের প্রিন্সিপাল শাহানা করিম, ভাইস প্রিন্সিপাল আয়েশা খায়ের ও সানজিদা মুমু ও বাচ্চাদের অভিবাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।