
প্রকাশ: ২ এপ্রিল ২০১৯, ২০:৩৬

৫ বছরের ছোট্ট শিশু নাঈম রাতারাতি সেলিব্রেটি বনে গেছে। বনানীর এফআর টাওয়ারে আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র অংশ পলিথিন পেঁচিয়ে দুই হাতে চেপে ধরে আলোচনায় আসে নাঈম। তার ওই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকে সে। মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি ভাইরাল হয়ে যায়। শিশুটির বুদ্ধিমত্তা ও মানবিক বোধে মুগ্ধ হয়ে তার সাহায্যে এগিয়ে আসে অনেকে। অগ্নিকাণ্ডে তার অসাধারণ ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ওমর ফারুক সামি তাকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দেন। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্বও নিতে চান।
বিষয়টি আলোচনায় আসার পর টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নাঈমের একান্ত সাক্ষাৎকার নেন। এ সময় নাঈমের সঙ্গে তার বাবা-মা সঙ্গে ছিলেন। উপস্থাপক জয় নাঈমের কাছে জানতে চান-সে পুরস্কারের সেই টাকাগুলো নেবে কি-না? আর নিলেও সেই টাকা কিসে খরচ করবে?
জবাবে নাঈম জানায়, সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায়। ছেলের এ জবাবে সায় দেন তার মা-বাবাও। জয় পাল্টা প্রশ্ন করেন সে এতিমখানায় কেন টাকা দিতে চায়। জবাবে নাঈম জানায়, কয়েক বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে। তাই এই টাকা সে এতিমদের দিতে চায়।

ইনিউজ ৭১/এম.আর