
প্রকাশ: ২ এপ্রিল ২০১৯, ১৮:৪৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ৪ জনও স্বতন্ত্র প্রার্থী ৩জন বিজয় হয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠিত চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যারা বিজয় হয়েছেন, নাসিরনগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. রাফিউদ্দিন আহমেদ নৌকা প্রতীকে ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।
সরাইল উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিক উদ্দিন ঠাকুর ৩১ হাজার ৪ শত৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শের আলম মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭ শত ৫৮ ভোট।আশুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মুন্সি নৌকা প্রতীকে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিসুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫ শত৫৫ ভোট।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোঃ ফিরোজুর রহমান (ওলিও) আনারস প্রতীকে ৬৮ হাজার ২ শত ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯শত০৭ ভোট।নবীনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান দোয়াত কলম প্রতীকে ৪৯ হাজার ৮ শত৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিকী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৬ শত ৯০ ভোট।
উলেখ্যআখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া ও কসবা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রাশেদুল কাওসার ভূইয়া উভয়ে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর