ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১লা এপ্রিল ২০১৯ ০৬:০৪ অপরাহ্ন
ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ইন্দুরকানী উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান পদে এ্যাড এম মতিউর রহমান বিজয়ী হয় এবং ভাইস চেয়ারম্যান পদে রুহুল আমিন বাগা ও দিলরুবা মিলন নাহার বেসরকারী ভাবে নির্বাচিত হয়। উপজেলার ৩টি ইউনিয়নের ২৪ টি ভোট কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৩টি পদে ১০ জন প্রার্থী  প্রতিদ্বন্দিতা করেন।

এতে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে ১০২০১ ভোট পেয়ে এ্যড এম মতিউর রহমান বেসরকারী ভাবে নির্বাচিত হয় তার নিকট তম প্রার্থী ফায়জুল কবির তালুকদার দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছেন ৬৫৯৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতিক নিয়ে আলহাজ্ব  রুহুল আমিন বাগা ৮২৩০ ভোট নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয় তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাহামুদুল হক দুলাল  তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৭৫৫৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতিক নিয়ে দিলরুবা মিলন নাহার ৯৮৬৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রার্থী দিলারা পারভিন লাভলী কলস  প্রতিক নিয়ে পেয়েছেন ৭৪৯৯ ভোট।

ইনিউজ ৭১/এম.আর