
প্রকাশ: ১ এপ্রিল ২০১৯, ২২:৩১

১লা এপ্রিল থেকে শুরু হলো সারাদেশ ব্যাপি এইচএসসি ও সমমান পরীক্ষা। বরিশালের হিজলার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবং নকলমুক্ত পরিবেশে শেষ হলো প্রথম পরীক্ষাটি।
হিজলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম, ইনিউজ৭১ কে জানান, নকলমুক্ত পরিবেশ এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা। হিজলায় ৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সরকারি হিজলা কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করছে ২৩০ জন পরীক্ষার্থী। এখানে আঃজব্বার মেহমান কলেজের ১১৪ জন, কাউরিয়া স্কুল এন্ড কলেজের ৫৬ জন এবং কারিগরির ৬০ জন পরীক্ষার্থী।
সংহতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সরকারি হিজলা কলেজের ৪৯৬ জন পরীক্ষার্থী। এবং আফসার উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে অংশগ্রহণ করছে ২০৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে মহিষখোলা মাদ্রাসার ৫৪ জন, আলিগঞ্জ মাদ্রাসার ১১ জন, আফসার উদ্দিন মাদ্রাসার ৬৯ জন, বাহেরচর মাদ্রাসার ৪২ জন এবং মাউলতলা মাদ্রাসার ৩৩ জন পরীক্ষার্থী রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব