
প্রকাশ: ১ এপ্রিল ২০১৯, ২১:২৭

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে নেছারাবাদে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নেছারাবাদ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র আনারস প্রতীক আব্দুল হক ৫৭৭৯ ভোটের ব্যবধানে নৌকা মার্কা প্রার্থী এস,এম মুইদুল ইসলাম-কে পরাজিত করে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে স্বতন্ত্র আনারস পেয়েছেন ৩৫৮৬৮। প্রতিদন্ধি প্রার্থী মুইদুল ইসলাম পেয়ছেন ৩০০৮৯ ভোট। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠভাবে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত (চশমা) ৫৩৬৮ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদন্ধি প্রার্থী মেহেদি হাসান রনি(বই) -কে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিজয়ি রনি দত্ত পেয়েছেন ২২১৫৪ অপরদিকে নিকটতম পরাজিত প্রার্থী পেয়েছেন ১৬৭৮৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস জাহান (কলস) প্রতিদন্ধি প্রার্থী তুলি মন্ডল(হাস)-কে ৮৩৩ ভোটের ব্যাবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এখানে নির্বাচিত কলস প্রতীক পেয়েছেন ২০৮৩৬ ভোট অপরপক্ষে হাস প্রতীক পেয়েছেন ২০০০৩ ভোট।
নির্বাচনের দিন ভোটের পরিবেশ সুষ্ঠ রাখতে মাঠে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী,সাংবাদিকদের যথেষ্ঠ তৎপরতা থাকলেও ভোটের মাঠে নূন্যতম আশানুরূপ দেখা মেলেনি ভোটারদের। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কেন্দ্রেই অলস সময় কাটাতে দেখা গেছে কেন্দ্রে নিয়োজিত থাকা অনেককেই। তবে নির্বাচনী মাঠে যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মত।
পরাজিত অন্যন্যে প্রার্থীরা কে কত ভোট পেলেন: এনপিপি মনোনীত চেয়ারম্যান পদে ছিদ্দিকুর রহমান (আম) পেয়েছেন ১৭৪ ভোট। পরুষ ভাইস চেয়ারম্যান পদে মাছুম বিল্লাহ পেয়েছেন ১০৬০৭,বায়োজিদ আহসান ৯৩৭৪, লাভলু আহম্মেদ পেয়েছেন ৬৫৪৩, মাছুম বিল্লাহ ফরাজি পেয়েছেন ৪০০ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহানার বেগম পেয়েছেন ১৪৯২৯, সাহারা নাসরিন ৮১৪৬ ভোট পেয়েছেন।
ভোট জমাদান ও বাতিলের সংখ্যা: গত রোববার (৩১ মার্চ) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার মোট ৬৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। নেছারাবাদ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৬৩১৪৫। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের পরিমান ৬৭০৫১। যারমধ্যে বৈধ ভোটের পরিমান ৬৬১৩১ এবং অবৈধ ৯২০। ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের পরিমান ৬৭৪৪৪। যারমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৬৫৮৬৪ এবং অবৈধ ১৫৮০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৭৪০৭ ভোট জমাদান হয়। তারমধ্যে বৈধ ৬৩৯১৪ এবং অবৈধ ৩৪৯৩।

সাধারন ভোটারদের চোখে নির্বাচন: এবারের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচনী মাঠে মাঠ পর্যায়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভ‚মিকা ছিল চোখে পড়ার মত। দু‘একটি জায়গায় সামান্য বিশৃঙ্খলা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। নির্বাচনের বেশ কয়েকদিন পূর্ব থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রাখতে রাস্তা-ঘাটে পুলিশের তৎপরতা প্রশংসার দাবীদার বলে মনে করছেন ভোট দিতে আসা সাধারন মানুষেরা। সাধারন ভোটারদের অনেকেই আবেগপ্লুত হয়ে মন্তোব্যে করে বলেন, প্রশাসন চাইলেই একটি সুষ্ঠ গনতান্ত্রিক পরিবেশের ধারা বজায় রাখতে পারে। যা নেছারাবাদ উপজেরা পরিষদ নির্বাচনে তারা করে দেখিয়ে দিতে পেরেছে। তারা আরো বলেন, এত সুন্দর একটি নির্বাচন প্রশাসন আমাদের উপহার দিবে আমরা তা ভাবতেও পারিনি।