
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০:৪

চট্টগ্রামের হাটহাজারীর গরুর খামারে আটকে রাখা একটি মায়া হরিণ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। ৯৯৯ নম্বরে ফোন করে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিণটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেন।
আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়ার এম কে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি গরুর খামারে আহতাবস্থায় হরিণটি ছিল। সেটি স্থানীয় জানতে পেরে পুলিশের সহয়তাকারি ফোন নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে দেন। পরে পুলিশ গিয়ে হরিণটি উদ্ধার করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল জানান, একটি বিদ্যালয় সংলগ্ন গরুর খামার থেকে মায়া হরিণটি উদ্ধার করে পুলিশ উপজেলা কার্যালয়ে নিয়ে আসে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব