
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ২৩:১৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের উদ্যোগে ঘোড়াশাল পৌর এলাকার রওশন জেনারেল (প্রাঃ) হাসপাতালে রোববার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
সমাজ সেবক হাজী মোঃ সোলায়মানের ভূইয়ার সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক, পলাশ প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, রওশন জেনারেল (প্রাঃ) হাসপাতালের পরিচালক আফজাল হোসেন মানিক, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইউরোলজি বিভাগ) ডাঃ মোঃ শরীফুল ইসলাম,পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টটিটিভ এসোসিয়েশন পলাশ শাখার সহ সভাপতি মোঃ আমির হোসেন প্রমূখ।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে পৌর এলাকার গ্যাস্ট্রোলিভার, কিডনী, পাইলস,নাক, কান, গলা ও শিশুর প্রায় ৩’শ অসহায়, দরিদ্র নারী-পুরুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং পরামর্শ দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব