
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ২০:৫৭

পঞ্চম উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপে আজ রোববার ভোটগ্রহণ চলছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়, রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলায়। সকাল ৮টা থেকে ভাটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুব কম। অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল না দিয়ে নীরব প্রতিবাদ জানাচ্ছেন ভোটাররা। কোনো কোনো ভোটার ব্যালট পেপারে লিখেছেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়া জেলে কেনো জবাব চাই’। অনেকে বলেছেন, এটা ভোটারদের নীরব প্রতিবাদ। এ ধরনের ব্যালট পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
এছাড়া পোলিং অফিসার আছেন ১ হাজার ৭শ’ ৫২ জন। জানা গেছে, উপজেলা নির্বাচনে আড়াইহাজার উপজেলায় ভোট কেন্দ্র ১১৩টি, ভোটকক্ষ ৭১৭টি, মোট ভোটার দুই লাখ ৮৩ হাজার ৮৬৭ জন, পুরুষ ভোটার এক লাখ ৪৪ হাজার ১২২ জন, নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৪৫ জন। রূপগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্র ১২৭টি, ভোটকক্ষ ৮৭৫টি, মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৮৮৮ জন, পুরুষ ভোটার এক লাখ ৭৮ হাজার ৪৫৫ জন, নারী ভোটার এক লাখ ৭১ হাজার ৪৩৩ জন।

ইনিউজ ৭১/এম.আর