
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১৮:৬

ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর বেগম শিলার উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা সদরে থানার পাশে মডেল স্কুলের সামনে এ হামলা চালানো হয়। এ সময় প্রার্থী ও তার স্বামী নির্বাচনী কাজে থানায় আসছিলেন।
ফুটবল প্রতীকের প্রার্থী কোহিনূর বেগম শিলার স্বামী এ্যাডভোকেট শাহাবুদ্দিন গাজী বলেন, কলস প্রতীকের প্রার্থী ফাতেমা বেগম সাজুর নেতৃত্বে তার ছেলে-মেয়েসহ প্রায় ১০/১৫ জন আমাদের গাড়ীতে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে আমাদের মারপিট করে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ, প ম উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে ৩১ মার্চ তজুমদ্দিনে উপজেলা পরিষদের নির্বাচন চলছে।

ইনিউজ ৭১/এম.আর