পলাশে খানেপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: শনিবার ৩০শে মার্চ ২০১৯ ১০:০১ অপরাহ্ন
পলাশে খানেপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পলাশ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা মুনিরা বারী মুন্নী প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব