সরাইলে উপজেলা নির্বাচন রোববার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ৩০শে মার্চ ২০১৯ ০৩:৫৩ অপরাহ্ন
সরাইলে উপজেলা নির্বাচন রোববার

উপজেলা নির্বাচন ৩১ মার্চ(রোববার) অনুষ্ঠিত হবে। এ লক্ষে প্রস্তুত করা হয়েছে ৮৪টি ভোটকেন্দ্রের ৫১৯টি বুথ। উপজেলায় দুই লাখ ১৪ হাজার ২৮০ জন ভোটার ভোট দেবেন। তথ্য মতে, চেয়ারম্যান পদে নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। 

উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, উপজেলায় ৮৪ জন প্রিসাইডিং, ৫১৮ জন সহকারি প্রিসাইডিং এবং এক হাজার ৩৬ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন।সরাইল উপজেলা নির্বাহী অফিসারও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম মোসা ই নিউজকে বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে মালামাল পাঠানো হবে।তিনি বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে (ঝুঁকিপূর্ণ) দু’জন করে পুলিশ সদস্য, সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য এবং প্রতিকেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন।‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে থাকবেন। পাশাপাশি র‌্যাব-পুলিশের একাধিক টিম নির্বাচনী এলাকায় টহলে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো থাকবে প্রশাসনের নজরদারিতে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব