
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ২১:১৭

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মার্চ ২০১৯ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক রাত ০৮ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন মানিক চর এলাকায় থেকে ৩০ কেজি হরিণের মাংস, ০১ টি হরিণের মাথা ও ০১ টি হরিণের চামড়া জব্দ করে।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা দ্রুত বনের ভিতর পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে হরিণের মাংস, মাথা ও চামড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এম এ আলম এর উপস্থিতিতে বন কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
