
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১৮:২

মোহাম্মদ রায়হান ও আরিফ হাসান দুই ভাই মিলে ব্যবসা করতেন রাজধানীর গুলশানের পুড়ে যাওয়া ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে। দুই ভাইয়ের একমাত্র উপার্জনের সম্বল ছিলো রায়হান ট্রেডার্স। কফি, দুধ ও শিশুদের বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন তারা। অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে এ দোকান সাজিয়েছিলেন। কিন্তু শনিবার (৩০ মার্চ) ভোরে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে এই দুই ভাইয়ের।

ইনিউজ ৭১/এম.আর