আগামী ১০০ বছরে বাংলাদেশ ইউরোপের চেয়েও উন্নত হবে

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শনিবার ৩০শে মার্চ ২০১৯ ১১:২৫ পূর্বাহ্ন
আগামী ১০০ বছরে বাংলাদেশ ইউরোপের চেয়েও উন্নত হবে

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব: এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক সাধনা ও কষ্টের পর বঙ্গবন্ধুর জন্য আমরা এ দেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তার একমাত্র যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঠিক নেতৃত্বের কারণে দেশ এখন অনেক উন্নত।

শুক্রবার ডিবিসির টেলিভিশনের উপসংহারে তিনি বলেন, ৩০ ডিসেম্ভরের জাতীয় নির্বাচনের আগে পৃথিবীর সব রাষ্ট্র চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কারণ তারা দেখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উন্নত হচ্ছে। দেশে এখন গড় আয়ু ও মাথাপিছু বৃদ্ধি পেয়েছে। যুবসমাজদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ অন্য সরকারের আমলে তারা এ দেশে মাথাচারা দিয়ে উঠেছিলো। কিন্তু আওয়ামী লীগ সরকারের সঠিক সিদ্ধান্তে সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশ থেকে নিশ্চিন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যে পরিশ্রম করেন সে পরিমাণ পরিশ্রম একজন পুরুষ মানুষও করতে পারে না। তিনি দেশকে অনেক ভালোবাসেন। সব সময় দেশের জন্য চিন্তা করেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।

সাবেক প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০০ বছরে আওয়ামী লীগের অধীনে এ দেশ ইউরোপের চেয়েও উন্নত হবে। আওয়ামী লীগের অধীনে এ দেশ সঠিক গন্তব্যে চলছে। বিএনপি ও অন্য সরকারের আমলে এ দেশকে পরিচয় করাতে সময় লাগতো। আর এখন বাংলাদেশকে পরিচয় করাতে সময় লাগে না। এ দেশ বিশ্বের জন্য একটা রোল মডেল। জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। জনগণ চাই আওয়ামী লীগ আরো ক্ষমতায় থাকুক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়।

ইনিউজ ৭১/এম.আর