
প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ১:২৩

রাজধানীর কাকরাইল সড়কের ম্যানহোলে গ্যাস পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের পরিদর্শক মিজানুর রহমান জানান, ম্যানহোলের নিচে দিয়ে গ্যাস লাইন ছিল। ওই পাইপে লিকেজের কারণে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয় নি বলেও জানান মিজানুর।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
