শুক্রবার রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে একটি দ্বিতল বাস আটকে থাকতে দেখা গেছে। ফেসবুকে এ বাসের ছিবি ছড়িয়ে পড়ে। বাসটি মাঝামাঝি এসে কুড়িল ফ্লাইওভারের নিচে আটকে যায়। এর একটি চাকাও দেবে যেতে দেখা যায় ছবিতে। তবে এতে যাত্রীর ক্ষয়ক্ষতি জানা যায়নি। বাসটি কোথায় যাচ্ছিল তাও এখন পর্যন্ত জানা যায়নি।
ট্রাফিক অ্যালার্ট বিডি নামে একটি ফেসবুক পেজে শুক্রবার বিকেলে এ বাসের দুটি ছবি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘অদক্ষ চালকের হাতে বিআরটিসি বাস’। এ বিষয়ে ভাটারা থানার এসআই রেশমা আক্তার জানান, এ বিষয়ে কোনো তথ্য বা হতাহতের খবর থানায় আসেনি। হয়ত কিছু সময় বাসটি আটকা পড়েছিল পরে উদ্ধার হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।