আজ গাজীপুর প্রতিরোধ দিবস। মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এদিন প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুর (তৎকালীন জয়দেবপুর) থেকে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে সংবর্ধনাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া সকাল ১০টায় ঢাকার তোপখানা রোডে প্রেস কাউন্সিল মিলনায়তনেও আলোচনা সভা হবে।
মুক্তিযুদ্ধের সময় জয়দেবপুরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল নিজ কার্যালয়ে তিনি সেদিনের স্মৃতিচারণ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর আন্দোলন দুর্বল করতে অন্যান্য সেনানিবাসের মতো জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের কৌশলে নিরস্ত্র করার জন্য অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।