পবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ১৮ই মার্চ ২০১৯ ০৬:২৭ অপরাহ্ন
পবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

পবিপ্রবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালরেয় আয়োজনে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক ও পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

উদযাপন কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসানের স ালনায় এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আকম মোস্তফা জামান, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দ, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর ও রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুর আগে বঙ্গবন্ধু’র জীবন নিয়ে তৈরী প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব