“বিশ্বের মুসলিম, একহও একহও” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চ নগরীর আল নুর মসজিদ ও লিনউড মসজিদে জুমআর নামাজরত অবস্থায় নিরীহ মুসূল্লীদের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সোমবার সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর কাউন্সিলর আল-আমিন, কলাপাড়া বড় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমামরা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে। বক্তারা অবিলম্বে হামলার প্রতিবাদে জাতি সংঘের হস্তক্ষেপ ও নিরীহ মুসুল্লীদের উপর হামলাকারীর দৃষ্টান্ত শাািস্ত দাবি করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।