টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রেমিককে নিয়ে রশি টানাটানি করছে দুই প্রেমিকা। এক প্রেমিকাকে বাড়িতে নিয়ে উঠালে সেই খবর পেয়ে আরেক প্রেমিকাও উঠে বসে প্রেমিকের বাড়িতে।এদিকে এক প্রেমিকার মায়ের অভিযোগে পুলিশ প্রেমিক সাব্বির (১৯)-কে আটক করেছে।আটককৃত সাব্বির উপজেলার বাইমাইল গ্রামের কামরুজ্জামান খানের ছেলে। সে মুন্সীগঞ্জ পলিটেকনিকে চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত।প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করা হয় উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা ও টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী এক প্রেমিকা এবং উপজেলার ইচাইল গ্রামের বাসিন্দা কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়া অপর প্রেমিকাকে।
পুলিশ জানায়, অপহরণের একটি অভিযোগের প্রেক্ষিতে আটককৃত সাব্বিরের বাড়িতে শনিবার দিনগত রাতে অভিযানে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয় আর আটক করা হয় সাব্বিরকে। কিন্তু সেই মুহূর্তে ওই বাড়িতেই অবস্থান করা আরেকটি মেয়ে নিজেকে সাব্বিরের প্রেমিকা পরিচয় দেয়। পরে তাকেও উদ্ধার করে থানায় আনা হয়।রোববার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।