১৭ ই মার্চ দিনটি বাঙ্গালী জাতির জীবনে ভিন্ন এক অনুপ্রেরণার দিন,নতুন করে পথচলা শেখার দিন। বঙ্গবন্ধুর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে গাজীপুর কমার্স কলেজের পৃষ্ঠপোষকতায় গাজীপুর কমার্স কলেজ ডিবেটিং ক্লাবের উদ্দ্যোগে ও গাজীপুর ডিবেটিং সোসাইটির সহায়তায় এ দিনটিতে তারা আয়োজন করে কুইজ প্রতিযোগিতা ও বারোয়ারি বিতর্কের। গাজীপুরের অন্তর্ভুক্ত ১৭ টি স্কুল ও কলেজ এই প্রতিযোগিতা তে অংশ নেয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব সাকির আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব অসীম বিভাকর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিবেটিং সোসাইটির সভাপতি আবু সালেহ মুসা, গাজীপুর কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খন্দকার আল- আমীন ফারুক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও গাজীপুর জজ কোর্টের এজিপি জনাব মিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার,সমাজসেবা অফিসার জনাব এটিএম মুহিতুল ইসলাম। ৪ টি প্রতিষ্ঠানের ৫ জন বিতার্কিক অংশ নেয় বারোয়ারী প্রতিযোগিতায় ও কুইজ প্রতিযোগিতায় ১৬ টি প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অসীম বিভাকর।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।