মাদক বিক্রিতে বাধাঁ দেয়ায় মাদারীপুরের কালকিনিতে বাবা মাসহ ৪জনকে কুপিয়ে জখম করেছেন জাহীদুল সরদার নামের এক বখাটে পুত্র। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।এলাকা ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার তালতলা গ্রামের মোঃ জাহীদ সরদার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাকে এ ব্যবস্যা করতে বাধা প্রদান করেন তার পরিবারের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে জাহিদের নেতৃত্বে আতাহার ঘরামীসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তার পিতা মোঃ ওমর আলীÑ(৫৮) সরদারের উপর হামলা চালায়। এসময় এগিয়ে আসলে মা নিলিমা বেগম-(৪৫), ভাই সিফাতুল্লাহ-(২০) ও ইলিয়াসÑ(২২) কে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। আহত মা নিলিমা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে জাহীদ দীর্ঘদিন ইয়াবা ব্যবস্যা করছেন। তাকে আমরা বাধা দিলে তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। জাহিদ এর আগেও কয়েকবার ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন।অভিযুক্ত জাহীদ বলেন, আমার শাশুরী ও আমার স্ত্রীর উপরে হামলা চালিয়েছে আমার পরিবারের লোকজন।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, এ হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।